Argentina Jersey: কোন জার্সিতে বিশ্বকাপের ফাইনালে নামছেন মেসিরা!
২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিরুদ্ধে অ্যাওয়ে জার্সিতে খেলেছিল আর্জেন্টিনা। অ্যাওয়ে জার্সি পরে নেমে লিওনেল মেসিরা হেরে হতাশ হয়ে মাঠ ছেড়ে ছিলেন।
কাতার, ১৫ ডিসেম্বর: FIFA World Cup 2022 Final ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিরুদ্ধে অ্যাওয়ে জার্সিতে খেলেছিল আর্জেন্টিনা। অ্যাওয়ে জার্সি পরে নেমে লিওনেল মেসিরা হেরে হতাশ হয়ে মাঠ ছেড়েছিলেন। ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে দিয়েগো মারাদোনার আর্জেন্টিনা অ্যাওয়ে জার্সি পরে জার্মানির কাছে হেরেছিলেন। এবার কাতারে ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে মেসির আর্জেন্টিনাকে আর অ্যাওয়ে নয়, হোম জার্সিতেই খেলতে দেখা যাবে। রবিবার কিলিয়ান এমবাপেদের বিরুদ্ধে ফাইনালে মেসিরা নীল সাদা জার্সি পরে খেলবেন।
১৯৮৬ বিশ্বকাপে নীল জার্সি গায়ে পরেই জার্মানিকে পরাস্ত করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন মারাদোনা। এবার নীল সাদা পরে মেসি প্রথমবার বিশ্বকাপ জিততে পারেন কি না সেটাই দেখার। আরও পড়ুন-সেমিফাইনালের হাইলাইটস দেখুন
দেখুন টুইট
চলতি বিশ্বকাপে গ্রপ লিগের পোল্যান্ডের বিরুদ্ধে ছাড়া সব ম্যাচেই হোম জার্সি নীল সাদাতেই নেমেছিলেন মেসিরা। পোলিশদের বিরুদ্ধে মেসিরা পরেছিলেন বেগুনী জার্সি। ২০১৮ রাশিয়ায় আয়োজিত বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৩-৪ গোলে হেরে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন মেসিরা।