Arg vs KSA: সৌদির কাছে ১-২ গোলে হার আর্জেন্টিনার, অঘটনে শুরুতেই বিদায় ঘণ্টা মেসিদের
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় অঘটন। কাতার বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেল আর্জেন্টিনা।
দোহা, ২২ নভেম্বর: বিশ্বকাপ ফুটবলের (World Cup 2022) ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় অঘটন। কাতার বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেল আর্জেন্টিনা। ৩৬টা আন্তর্জাতিক ম্যাচ অপরাজিত থাকার পর, বিশ্বকাপের প্রথম ম্যাচে একেবারে অপ্রত্যাশিতভাবে হেরে গেলেন লিওনেল মেসিরা। ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের কাছে ০-১ গোলে হারের পরেও ফাইনালে উঠেছিলেন দিয়েগো মারাদোনারা। এবার মেসিরা তেমন কিছু অবিশ্বাস্য করতে পারবেন কি?এই প্রথম বিশ্বকাপে কোনও এশিয়ার কোনও দেশের কাছে হারল আর্জেন্টিনা।
ম্যাচের ১০ মিনিটে মেসির পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল দক্ষিণ আমেরিকার সুপার পাওয়ার দেশ। এরপর বিরতির আগে অফ সাইড ও ভারের নির্দেশ মিলিয়ে মোট ৩টি গোল বাতিল হয় আর্জেন্টিনার। হাফ টাইমে ১-০ অবস্থায় মাঠ ছাড়েন মেসিরা। কিন্তু বিরতির ঠিক পরে নেমেই ঝড় তুলে পাঁচ মিনিটের মধ্যে দুটি গোল করে সৌদি। এই প্রথম বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার কোনও দেশকে হারাল সৌদি। বিশ্বকাপের ইতিহাসে এটি তাদের দ্বিতীয় জয়। গত বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে রাশিয়ার কাছে ০-৫ গোলে হেরেছিল এশিয়ার এই দেশ।
আরও পড়ুন-ফিফা বিশ্বকাপে ডেনমার্ক বনাম তিউনিসিয়া ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন
ম্যাচের ৪৮ মিনিটে এস আল-শেহারির গোলে সমতায় ফেরার পর, ৫৩ মিনিটে সৌদিকে দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন এল আল-দাওসারি। এরপর ম্যাচে সমতায় ফেরার অনেক চেষ্টা করেও ফল হয়নি। অনবদ্য কিছু সেভ করে দলের জয়ে বড় ভূমিকা নেন সৌদির গোলকিপার।
দেখুন টুইট
সৌদির বিরুদ্ধে হারায় গ্রুপ পর্ব থেকে বিদায়ের মুখে মেসিরা। এখান থেকে নক আউটে উঠতে হলে আর্জেন্টিনাকে গ্রুপের বাকি দুটি ম্যাচ মেক্সিকো ও পোল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে হবে আর্জেন্টিনাকে।