Ambati Rayudu: ক্রিকেট থেকে অবসরের পর এবার রাজনীতিতে আম্বাতি রায়ুডু, ভোটে দাঁড়াতে পারেন যে দলের হয়ে
চলতি বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়ে বাইশ গজ থেকে অবসর ঘোষণা করেছেন সিএসকে তথা ভারতের তারকা ক্রিকেটার আম্বাতি রায়ুডু। ক্রিকেটে বর্ণময় কেরিয়ারের পর অন্ধ্রপ্রদেশের তারকা রায়ুডু এবার জীবনের নতুন ইনিংস শুরু করার পথে।
চলতি বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়ে বাইশ গজ থেকে অবসর ঘোষণা করেছেন সিএসকে তথা ভারতের তারকা ক্রিকেটার আম্বাতি রায়ুডু (Ambati Rayudu)। ক্রিকেটে বর্ণময় কেরিয়ারের পর অন্ধ্রপ্রদেশের তারকা রায়ুডু এবার জীবনের নতুন ইনিংস শুরু করার পথে। গৌতম গম্ভীর, নভজোত সিং সিধু, মনোজ তিওয়ারিদের মত রায়ুডু-ও এবার রাজনীতিতে যোগ দিতে চলেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর। আধ ডজনবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়া রায়ুডুকে ভোটের ময়দানেও দেখা যাবে বলে খবর।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি ৩৭ বছরের রায়ুডুকে আগামী নির্বাচনে তার দল ওয়াইএস আর কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনুরোধ করেছেন। সূত্রের খবর, রায়ুডু তাতে প্রাথমিকভাবে রাজি হয়েছেন। সব ঠিকঠাক থাকলে আগামী বছর লোকসভা বা অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়তে দেখা যাবে রায়ুডুকে। তার নিজের রাজ্য়ে রায়াড়ুর জনপ্রিয়তা আকাশছোঁয়া। তিনি রাজনীতিতে এলে সেই জনপ্রিয়তা যে কোনও রাজনৈতিক দলের কাছে দারুণ সুবিধার হবে।
দেশের হয়ে ৫৫টি ওয়ানডে, ৬টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন রায়ুডু। ২০১৯ সালে শেষবার দেশের হয়ে খেলেন। ২০১৯ বিশ্বকাপে তাঁকে ভারতীয় দলে সুযোগ না দেওয়ায় অভিমানে দেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন রায়ুডু। তবে দেশের হয়ে অবসর নিলেও চুটিয়ে আইপিএল খেলছিলেন রায়ুডু। এমএস ধোনির দলের বড় সম্পদ ছিলেন তিনি। চলতি বছর আইপিএলে তাঁকে ৬ কোটি ৭৫ লক্ষ টাকায় নিলামে কিনেছিল সিএসকে। যদিও এবারের আইপিএলে ব্যাট হাতে হতাশ করেন তিনি। ২০১৮ সাল থেকে তিনি আইপিএলে ধোনির চেন্নাইয়ের হয়ে খেলছেন। রায়না, রায়াড়ু, ধোনি, জাদেজা-চেন্নাইয়ের ব্যাটিংয়ের এই চতুর্ভুজ বিপক্ষকে শেষ করে দিয়েছে বারবার। আইপিএলের ইতিহাসে দুটি দলের হয়ে মোট ৬ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন রায়ুডু।