Cristiano Ronaldo: আরবে বসন্ত এনে একাই চারটে গোল করলেন রোনাল্ডো, দেখুন ভিডিয়ো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইজ ব্য়াক। গোল পাচ্ছেন না, খেলতে পারছেন না। দীর্ঘদিন ধরে চলা তাঁর বিরুদ্ধে ওঠা সব সমালোচনার জবাব দিলেন রোনাল্ডো।

Cristiano Ronaldo of Al Nassr. (Photo Credits: Twitter)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইজ ব্য়াক। গোল পাচ্ছেন না, খেলতে পারছেন না। দীর্ঘদিন ধরে চলা তাঁর বিরুদ্ধে ওঠা সব সমালোচনার জবাব দিলেন রোনাল্ডো। সৌদি আরব পেশাদারলিগে আল-ওয়েদার বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডো একাই করলেন চার চারটে গোল। কিং আব্দুল আজিজ স্টেডিয়ামে আল নাসেরের জার্সিতে সিআর সেভেন চারটে গোলের একটা করেন পেনাল্টিতে। বাকি তিনটে গোল দারুণ ফুটবল। ক্লাব ফুটবলে রোনাল্ডোর ৫০০টা গোল করা হয়ে গেল।

ম্যাচের ২১ মিনিটে করেন প্রথম গোল। ৪০ মিনিটে দ্বিতীয়টি। বিরতিরে পর ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন রোনাল্ডো। এরপর ৬১ মিনিটে করেন দল ও নিজের চতুর্থ গোল। রোনাল্ডোকে সামলাতে দু জন ম্যান মার্কার, টাফ ট্যাকেল করেও লাভ হয়নি। রোনাল্ডোর সুনামিতে ৪-০ গোলে হারে আল ওহেদেদ। আরও পড়ুন-সেঞ্চুরি ক্যাচ মিস করা তারকা ক্রিকেটার

দেখুন রোনাল্ডোর চার গোলের ভিডিয়ো

১৬ দলের সৌদি পেশাদার বা প্রো লিগে আল নাসের (১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট) সবার শীর্ষে। রোনাল্ডোদের সঙ্গে একই পয়েন্ট পেয়ে গোলপার্থক্যে দ্বিতীয় আল-শাহবাবা। আর রোনাল্ডো যাদের বিরুদ্ধে চার গোল করলেন সেই আল ওহেদেদ আছে অবনমনের আশঙ্কায়, ১৩ নম্বর স্থানে।