Euro Cup 2024, Spain vs Albania Live Streaming: আজ রাতে তিনে তিনের লক্ষ্যে নামছে স্পেন, কীভাবে বিনামূল্যে দেখবেন ফেভারিটদের ম্যাচ

চলতি ইউরো কাপে (UEFA Euro Cup 2024) অংশ ২৪টি দেশের মধ্যে সবচেয়ে ভাল খেলছে স্পেন (Spain)। কঠিন গ্রুপে থেকেও সহজেই নক আউট রাউন্ডে উঠে গিয়েছে স্পেন।

Spain Football (Photo Credit: @OneFootball/ X)

চলতি ইউরো কাপে (UEFA Euro Cup 2024) অংশ ২৪টি দেশের মধ্যে সবচেয়ে ভাল খেলছে স্পেন (Spain)। কঠিন গ্রুপে থেকেও সহজেই নক আউট রাউন্ডে উঠে গিয়েছে স্পেন। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩ গোলে জয়ের পর দ্বিতীয় খেলায় ইতালিকে হারায় স্পেন। ইতালির বিরুদ্ধে আত্মঘাতী গোলে জয় পেলেও লুসিয়ানো স্পালেত্তির দলের ছেলেদের ফুটবল মুগ্ধ করেছে। আজ রাতে ইতালির প্রতিপক্ষ গ্রুপের সবচেয়ে দুর্বল দল আলবানিয়া। ফিফা ক্রম তালিকায় ইউরোপের উত্তর কোরিয়া হিসেবে পরিচিত আলবানিয়ার ব়্যাঙ্ক ৬৬। সেখানে স্পেন এখন ফিফা ক্রম তালিকায় আছে ৮ নম্বরে। দুটি দেশের ফুটবল মানের মধ্যে আকাশপাতাল ফারাক। কিন্তু অনেক শক্তিশালী দেশদের হারিয়ে মূলপর্বে খেলা আলবানিয়া এবারের ইউরোয় দারুণ ফুটবল খেলেছে।

চলতি ইউরোর প্রথম ম্যাচে ইতালির বিরুদ্ধে মাত্র ৫৪ সেকেন্ডে গোল করে চমকে দেয় আলবানিয়া। যদিও সেই ম্যাচে শেষ অবধি শক্তিশালী ইতালির বিরুদ্ধে ১-২ গোলে হেরে যায় দক্ষিণ ইউরোপের বকলান উপদ্বীপের এই দেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-২ গোলে রুখে দিয়ে বড় চমক দেয় তারা। এবার নক আউটে উঠতে হলে আলবানিয়া হারাতেই হবে স্পেনকে। যেটা তারা কখনও করতে পারেনি। এর আগে আন্তর্জাতিক ফুটবলে যতবার স্পেনের বিরুদ্ধে নেমেছে ততবার হেরেছে আলবানিয়া। তবে এবার তারা ইতিহাস গড়তে মরিয়া। অন্যদিকে, স্পেনের লক্ষ্য প্রি কোয়ার্টার ফাইনালে নামার আগে জয়ের হ্যাটট্রিক করে মনোবল তুঙ্গে রেখে নামতে।

এদিন, স্পেন হেরে গেলে, আর ইতালি যদি ক্রোয়েশিয়াকে হারিয়ে দেয় তাহলে গ্রুপ রানার্স হবে রিয়াল মাদ্রিদ-বার্সোলোনার দেশ। আলবানিয়ার বিরুদ্ধে ড্র করলেও কার্যত গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত স্পেনের।

কবে, কোথায় ইউরো ২০২৪-এর গ্রুপ লিগের স্পেন বনাম আলবানিয়া-র মধ্যে ম্যাচ আয়োজিত হবে ?

আজ রাত ১২টা-র কাঁটা পের হলে ২৫ জুন জার্মানির ডুসলেডর্ফের মেরকুর স্পিইল এরিনায়, ইউরো ২০২৪ ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড বনাম জার্মানি।

কখন থেকে শুরু হবে স্পেন বনাম আলবানিয়া, ইউরো ২০২৪ ম্যাচ?

স্পেন বনাম আলবানিয়া, ইউরো ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১২.৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ১টা থেকে শুরু হবে খেলা।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন স্পেন বনাম আলবানিয়া, ইউরো ২০২৪ ম্যাচ

সরাসরি টিভিতে স্পেন বনাম আলবানিয়া, ইউরো ২০২৪ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network) এবং বাংলাদেশে সোনি সিক্সে (Sony Six) দেখানো হবে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন স্পেন বনাম আলবানিয়া, ইউরো ২০২৪ ম্যাচ

সোনি-লিভ (Sony-Liv) অ্যাপ ও ওয়েবসাইটে স্পেন বনাম আলবানিয়া, ইউরো ২০২৪ ম্যাচ সরাসরি দেখা যাবে।



@endif