AFG Beats PAK, CWC 2023: নবমীর রাতেই বিশ্বকাপে বাবরদের 'বিসর্জন' রশিদদের, ইংল্যান্ডের পর পাকিস্তানকে হারিয়ে চমক আফগানদের
দিল্লির কোটলায় ইংল্যান্ডের পর এবার পাকিস্তানকে হারিয়ে ৮ উইকেটে হারিয়ে চমকে দিল কাবুলিওয়ালার দেশ।
বিশ্বকাপে ফের অঘটন আফগানিস্তানের। ইংল্যান্ডের পর এবার পাকিস্তানকে হারিয়ে ৮ উইকেটে হারিয়ে চমকে দিল কাবুলিওয়ালার দেশ। সোমবার চেন্নাইয়ের চিপকে আফগানদের কাছে হেরে চলতি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে গেল বাবর আজমের দল। এই প্রথম বিশ্বকাপে দুটো ম্যাচ জিতল আফগানরা। এই প্রথম বিশ্বকাপে পাকিস্তানকে হারাল আফগানিস্তান।
২৮২ রান তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতে ২ উইকেট হারিয়ে অনায়াসে পাকিস্তানকে ধরাশায়ী করলেন রশিদ খানরা। আফগানদের ঐতিহাসিক জয়ে নায়ক টপ অর্ডারের তিন ব্যাটার- রহমানুল্লা গুরবাজ (৬৫), ইব্রাহিম জার্দান (৮৭), রহমত শাহ (৭৭)। জয়ে বড় অবদান রাখলেন ৪৯ রানে ৩ উইকেট নেওয়া আফগান স্পিনার নুর আহমেদ। ম্য়াচ সেরার পুরস্কার নিয়ে জার্দান সেই পুরস্কার সেইসব আফগানদের উতসর্গ করলেন যাদের পাকিস্তানের মাটি থেকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছ।
পাকিস্তানের তারকা খচিত বোলিং লাইনআপকে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন আফগান ব্য়াটাররা। রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে কেকেআর-এর তারকা গুরবাজ ও জার্দান ১৩০ রান যোগ করে জয়ের প্রশস্থ করেন। আরও পড়ুন-প্রয়াত প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদী
দেখুন পরিসংখ্যান
গুরবাজের আউটের পরেও পাকিস্তানকে ম্যাচে ফেরার কোনও সুযোগই দেননি আফগানরা। একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেও দলকে জয়ের দোরগড়ায় পৌঁছে দেন জারদান। তিনে নেমে রহমত শাহ অপরাজিত ৭৭ রানের অসাধারণ ইনিংসটা মনে রাখার মত। আফগান অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি চারে নেমে ৪৮ রানের অপরাজিত থেকে দলের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা নিলেন। এই কোটলাতেই গত সপ্তাহে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিলেন আফগানরা।
ভারত, দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশের কাছে হেরে শেষ চারে ওঠার সম্ভাবনা অনেকটাই কমে গেল। চলতি বিশ্বকাপে ৫টি খেলে মাত্র দুটিতে জিতেছেন বাবর আজমরা (নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৮১ রানে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেট)।
পাকিস্তান শেষ চারটে ম্যাচ হল-১) দক্ষিণ আফ্রিকা (শুক্রবার), ২) বাংলাদেশ (৩১ অক্টোবর), ৩) নিউ জিল্যান্ড (৪ নভেম্বর) ও ৪) ইংল্যান্ডের বিরুদ্ধে (১১ নভেম্বর)