Asian Games 2023 Shooting: সাত সোনা ২২ পদকে হাংঝৌ এশিয়াডে শ্যুটিংয়ে রেকর্ড সাফল্য ভারতের

চিনে আয়োজিত এবার এশিয়াডে শ্যুটিং থেকে ৭টি সোনা, ৯টি রুপো ও ৬টি ব্রোঞ্জ জিতল ভারত (২২টি পদক)। এশিয়ান গেমসের ইতিহাসে শ্যুটিংয়ে ভারতের এটাই সেরা পারফরম্যান্স।

Divya and Sarabjot. (Photo Credits:@India_AllSports x)

হাংঝৌ এশিয়ান গেমসে দেশের শ্যুটাররা দেশকে সাফল্যে ভরিয়ে দিলেন। চিনে আয়োজিত এবার এশিয়াডে শ্যুটিং থেকে ৭টি সোনা, ৯টি রুপো ও ৬টি ব্রোঞ্জ জিতল ভারত (২২টি পদক)। এশিয়ান গেমসের ইতিহাসে শ্যুটিংয়ে ভারতের এটাই সেরা পারফরম্যান্স। গতবার ২০১৮ এশিয়াডে শ্যুটিংয়ে ভারত ২টি সোনা, ৪টি রুপো, ৩টি ব্রোঞ্জ মানে মোট ৯টি পদক জিতেছিল।

হাংঝৌ এশিয়ান গেমসে শ্যুটিংয়ে পদক তালিকায় শীর্ষে আয়োজিত দেশ চিন (১৪টি সোনা সহ ২৬টি পদক)। দ্বিতীয় স্থানে ভারত (৭টি সোনা সহ ২১টি পদক), তৃতীয় কাজাকাস্তান (৩টি সোনা সহ ৯টি পদক)। এবার হাংঝৌ এশিয়ান গেমসে শ্যুটিংয়ে মোট ৮টি দেশ সোনা জেতে। আর পাকিস্তান, মঙ্গোলিয়া সহ মোট ১৫টি দেশ পদক জিতেছে। আরও পড়ুন-কোরিয়ার বিরুদ্ধে ড্র, কার্যত শেষ চারে ভারতীয় মহিলা হকি দল

এশিয়ান গেমসে ২০২৩-এ শ্যুটিংয়ে ভারতের সোনাজয়ীরা-

১) পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল (দলগত)

২) মহিলাদের ১০ মিটার এয়ার রাইফল (দলগত)

৩) পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন (দলগত)

৪) মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল (ব্যক্তিগত)-পালক গুলিয়া

৫) মহিলাদের ২৫ মিটার পিস্তল (দলগত)

৬ মহিলাদের ২৫ মিটার পিস্তল (দলগত)

৭) মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন (ব্যক্তিগত)