IPL 2025: ধোনি, কোহলি সহ দেশের ৯ জন ক্রিকেটার যারা ২০০৮ থেকে প্রতিটি আইপিএলে খেলেছেন
দেখতে দেখতে সাবালক হয়ে গেল আইপিএল। ২০০৮ সালের পয়লা জুন থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছিল ২০ ওভারের ফর্ম্যাটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।
দেখতে দেখতে সাবালক হয়ে গেল আইপিএল। ২০০৮ সালের পয়লা জুন থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছিল ২০ ওভারের ফর্ম্যাটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।আর এবার ১৮তম সংস্করণ শুরু হতে চলেছে। এই কতগুলো বছরের মধ্যে বিশ্ব ক্রিকেটকে বদলে দিয়েছে আইপিএল। দুনিয়ার সবচেয়ে বড় লিগের একটি এবং বাইশ গজের দুনিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট হয়ে উঠেছে ১২ বিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালুর আইপিএল। সম্প্রচার স্বত্ত্ব থেকে মূল স্পন্সর, কো স্পন্সর সহ একাধিক বিষয়ে আইপিএলে ধারেভারে এত বড় হয়ে গিয়েছে, যে আন্তর্জাতিক ক্রিকেটও যেন এর কাছে ফিকে পড়ে যাচ্ছে।
এক নজরে দেওয়া যাক, ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে এখনও পর্যন্ত প্রতিটি আইপিএলে খেলছেন, এবং এবারও মাঠে নামবেন, এবং ৯ জন ক্রিকেটারদের।
১) মহেন্দ্র সিং ধোনি (চেন্নাই, CSK)-
আইপিএলের মহাভারতের দুনিয়ায় পিতামহ ভীষ্মর সম্মান পান ধোনি। ২০০৮ থেকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে নেমে একের পর এক বড় সাফল্য পেয়েছেন। গড়াপেটা কাণ্ডের কারণে ২০১৬ ও ২০১৭ আইপিএলে সিএসকে সাসপেন্ড হওয়ার পর রাইজিং পুণে সুপার জায়েন্টসের হয়ে খেলেও সাফল্য পান ধোনি। এরপর ২০১৮ আইপিএলে নির্বাসন কাটিয়ে সিএসকে ফিরে এলে ধোনি তার এই পুরনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসেন। ২০২৩ আইপিএলে ধোনির নেতৃত্বে তাদের পঞ্চম আইপিএল জেতে সিএসকে।
২) বিরাট কোহলি (বেঙ্গালুরু, RCB)-
প্রতিটি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন বিরাট কোহলি। ২০২৫ আইপিএল শুরুর আগে পর্যন্ত আরসিবি-র জার্সিতে ২৩৭টি ম্যাচ খেলেছেন। ২০১১ থেকে ২০২১-টানা ১৩টি মরসুমে আরসিবি-র অধিনায়ক হিসেবে দায়িত্বও পালন করেছেন বিরাট। আইপিএলে রেকর্ড ৭টি সেঞ্চুরির মালিক কোহলির একটাই আফশোস একাধিকবার বিশ্বকাপ থেকে দুবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও কখনও আইপিএল জেতা হয়নি।
৩) রোহিত শর্মা (মুম্বই, MI)--
২০০৮ থেকে ২০১০- প্রথম তিনটি আইপিএলে ডেকান চার্জাসের হয়ে খেলার পর রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ন্সে যোগ দেন। ২০১১ থেকে টানা আম্বানিদের মুম্বইয়ের হয়েই খেলছেন রোহিত। ২০১৩ থেকে মুম্বই ইন্ডিয়ন্সের অধিনায়ক হিসেবে একের পর এক বড় সাফল্য পেয়েছেন হিটম্যান। ২০২৪ আইপিএল থেকে নেতৃত্ব হারালেও এখনও দলের রত্ন।
৪) আজিঙ্কা রাহানে (কলকাতা, KKR)-
ভারতীয় ক্রিকেটের লড়াকু ক্রিকেটারের তালিকায় আজিঙ্কা রাহানের নামটা প্রথম দিকে থাকবে। আইপিএলে কখনও বেশ সফল, কখনও সফল, কখনও ব্যর্থর তকমা পাওয়া রাহানে তার ১৮তম আইপিএলটা খেলবেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে। ২০০৮ থেকে মোট সাতটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন রাহানে। এরমধ্যে ২০২২-এ কেকেআর-এর হয়ে খেলার পর চেন্নাই ঘুরে ফের কলকাতায় ফিরেছেন রাহানে। ২০০৮-১০ মুম্বই ইন্ডিয়ন্স, ২০১১ থেকে ২০১৫ রাজস্থান রয়্যালসের হয়ে খেলার পর ২০১৬ ও ২০১৭ আইপিএলে খেলেন রাইজিং পুণে সুপার জায়েন্টেসের হয়ে। ২০১৮ আইপিএলে ফের রাজস্থান রয়্যালসের হয়ে কামব্যাক করেন রাহানে। সেখানে ফের দুটো মরসুম খেলার পর দিল্লি ক্যাপিটালস ও কেকেআরে খেলে চেন্নাই সুপার কিংসে গিয়ে কাপ জেতেন। ২০২৩ আইপিএলে চেন্নাইয়ের কাপ জেতার পিছনে রাহানের বড় ভূমিকা ছিল।
৫) রবীন্দ্র জাদেজা (চেন্নাই, CSK)--
ধোনির মতই চেন্নাইয়ের স্তম্ভ
৬) রবিচন্দ্রন অশ্বিন (চেন্নাই, CSK)--
সিএসকে-র হয়ে চমকপ্রদ বল করে জাতীয় দলে জায়গা হয়েছিল অশ্বিনের। বাকিটা ইতিহাস। চেন্নাই ছাড়ার পর রাইজিং পুণে সুপার জায়েন্টস থেকে পঞ্জাব সুপার কিংস, দিল্লি ক্যাপিটাল, রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন অশ্বিন। এর মাঝে দিল্লি ও পঞ্জাবের নেতৃত্ব দিয়েছেন। ৩৮ বছরের অশ্বিন এবার ধোনি-জাদেজার সঙ্গে পুরনো জুটিতে চেন্নাইয়ে ফিরেছেন।
৭) মণীশ পান্ডে (কলকাতা, KKR)-
মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে প্রথম আইপিএলে খেলে যাত্রা শুরু হয়েছিল মণীশের। প্রতিভার বিচারে অনেকের থেকে এগিয়ে ছিলেন। আইপিএলের শুরুর দিকে কেরিয়ারও তার দারুণ ছিল। মুম্বইয়ের পর আরসিবি-তে সুনামের সঙ্গে খেলেন। কলকাতা, পুণে, দিল্লি, লখনই, হায়দরাবাদ সহ মোট ৭টি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিনের যোদ্ধা মণীশ। এবারও খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
৮) ইশান্ত শর্মা (গুজরাট, GI)-
২০০৮ আইপিএলে কেকেআর-জার্সিতে অভিযান শুরু হয়েছিল। এরপর নাইট রাইডার্স থেকে ডেকান চার্জাস, সানরাইজার্স, রাইজিং পুণে সুপার জায়েন্টস, কিংস ইলেভেন পঞ্জাব, দিল্লি ক্যাপিটালসে খেলে এবার ফের আইপিএলে নতুন এক ফ্র্যাঞ্চাইজিতে নামবেন। ৩৬ বছরের তারকা পেসার ইশান্ত শর্মা এখন আর জাতীয় দলে সুযোগ পান না ঠিকই কিন্তু আইপিএলের দুনিয়ার তিনি এখনও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এবার শুবমন গিলের গুজরাটের গুরুত্বপূর্ণ সদস্য।
৯) স্বপ্নিল সিং (বেঙ্গালুরু, RCB)-
সেভাবে তার নাম অনেকেই জানেন না। কিন্তু ২০০৮ আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে শুরু করে রায়বারেলির বাঁ হাতি স্পিনার স্বপ্নিল সিং প্রতিটি আইপিএলে স্কোয়াডে ছিলেন। ১৮টি আইপিএলেই স্কোয়াডে থাকলেও, মাত্র ৬টি ম্যাচ খেলেছেন স্বপ্নিল। আইপিএলে চারটি উইকেশিকার করা স্বপ্নিল এবারও খেলবেন। বিরাট কোহলি, রজত পতিদারদের আরসিবি-র হয়ে স্বপ্নিল খেললেব। মুম্বইয়ের পাশপাশি পঞ্জাব, লখনৌ সুপার জায়েন্টেসের স্কোয়াডে ছিলেন স্বপ্নিল।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)