Zohran Mamdani Video: নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানি রজনীগন্ধা খাচ্ছেন, এবার প্রকৃত ভারতীয় মনে হচ্ছে, মন্তব্য নেটবাসীর, ভাইরাল ভিডিয়ো
সবে সবে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন জ়োহরান মামদানি (Zohran Mamdani Video)। ডোনাল্ড ট্রাম্পের প্রার্থীকে পরাজিত করে জ়োহরান মামদানি নিউ ইয়র্কের মত গুরুত্বপূর্ণ শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। ভারতীয় বংশোদ্ভুদ মামদানির জয়ে উচ্ছ্বসিত বহু মানুষ। নিজের ভিক্ট্রি স্পিচে জ়়োহরান মামদানি জওহরলাল নেহেরুর বক্তব্য যেমন তুলে ধরেন, তেমনি তাঁর পিছনে বাজতে শোনা যায় ধুম মাচালে ধুম-এর ধুন। ফলে ভারতীয় বংশোদ্ভুদ জ়োহরান মামদানিকে নিয়ে উচ্ছ্বাস ক্রমশ বাড়ছে।
এসবের মধ্যে ভাইরাল হল জ়োহরান মামদানির একটি ভিডিয়ো। যেখানে মীরা নায়ারের পুত্রকে দেখা যায়, রজনীগন্ধা (Rajnigandha) খেতে। একটি সাক্ষাৎকারের মাঝে জ়োহরান মামদানি প্যাকেট থেকে রজনীগন্ধা খুলে তা মুখে ফেলেন। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নানা মন্তব্য উঠে আসতে শুরু করে। এমনকী এবারই জ়োহরানকে প্রকৃত ভারতীয় বলে মনে হচ্ছে। এমন মন্তব্যও করতে শোনা যায় অনেককে।
দেখুন জ়োহরান মামদানির সেই ভিডিয়ো...
View this post on Instagram
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)