Wildfires In Jerusalem: জ়েরুজ়ালেমে দাবানল, পুড়ে খাক ইজরায়েলিদের বাড়িঘর, প্রাণ হাতে পালাচ্ছেন ইহুদিরা দেখুন
দাউ দাউ করে জ্বলছে বনাঞ্চল (Wildfires)। এবার দাবানল লাগল জ়েরুজ়ালেমের (Jerusalem) জঙ্গলে। জ়েরুজ়ালেমের বনাঞ্চল যখন জ্বলতে শুরু করে, তার জেরে বহু গাড়ি যেমন আগুনের গ্রাসে চলে য়ায়, তেমনি সেখানকার মানুষকে বাড়িঘর ছেড়ে পালাতে হয়। জ়েরুজ়ালেমের যে অঞ্চলে আগুন লাগে, সেখান বহু ইজরায়েলি বাড়িঘর ছিল। সেই সমস্ত বাড়িঘর ছেড়ে ইজরায়েলিদের বর্তমানে অন্যত্র সরে যেতে হচ্ছে বলে খবর। বনাঞ্চলে আগুনের জেরে মানুষ বাড়িঘর ছেড়ে যেমন পালাতে শুরু করেছেন, তেমনি সমস্ত জিনিসপত্র ছেড়েও সেখান থেকে শুরু করেছেন পালিয়ে যেতে। তবে জ়েরুজ়ালেমের ঠিক কতটা অঞ্চল জুড়ে এই আগুন ছড়ায়, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তলবে মানুষ যেভাবে পালাতে শুরু করেনবাড়িঘর ছেড়ে, তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে হু হু করে।
আরও পড়ুন: California Wildfire: ক্যালিফোর্নিয়ায় ফের দাবানল, পুড়ে খাক কয়েক হাজার একর জমি
দেখুন বনাঞ্চলের আগুন, পালাচ্ছেন ইহুদিরা...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)