Tonga Tsunami: আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত কারণে সুনামি ধেয়ে এল টোঙ্গাতে, দেখুন ভিডিও

রেডিও নিউজিল্যান্ড জানিয়েছে, অগ্নুৎপাত শুরু হওয়ার পরে সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ২০ কিলোমিটার উপরে ছাই, বাষ্প এবং গ্যাসের মিশ্রণ দেখা গিয়েছে।

Volcano Eruption in Tonga Causes Tsunami (Photo: Twitter)

প্রশান্ত মহাসাগরের নিচে হাঙ্গা-টোঙ্গা-হুঙ্গা-হাপাই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত কারণে সুনামি ধেয়ে এল টোঙ্গাতে। সোশাল মিডিয়ায় পোস্ট হওয়া অনেক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে উপকূলীয় এলাকায় সমুদ্রের ঢেউ ধাক্কা মারছে। বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে। সমগ্র প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশটির জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

দেখুন ভিডিও: