Volcanic Eruption Video: প্রবল বিস্ফোরণে ফাটল আগ্নেয়গিরি, গলগল করে বেরোচ্ছে আগুন, ছাইয়ের পাহাড়ে ঢাকল আকাশ, ভাইরাল ভিডিয়ো
ইন্দোনেশিয়ায় (Indonesia) ফের ফাটল আগ্নেয়গিরি। এবার ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটবি লাকি লাকি আগ্নেয়গিরি (Volcanic Eruption) প্রবল বিস্ফোরণে ফেটে যায়। আগ্নেয়গিরির ফাটলের পর থেকেই শুরু হয় অগ্ন্যুৎপাত। যার জেরে আগ্নেয়গিরি থেকে আগুনের ফুলকি যেমন বের হতে শুরু করে, তেমনি ছাইয়ের পাহাড়ও জমা হতে শুরু করে। মাউন্ট লেওটবি (Mount Lewotobi Laki Laki) আগ্নেয়গিরি থেকে যে অগ্ন্য়ুৎপাত শুরু হয়, তার জেরে সেখান থেকে স্থানীয়দের সরানোর কাজ শুরু হয়। কেউ যাতে আগ্নেয়গিরির কয়েক কিলোমিটারের মধ্যে না থাকেন, সে বিষয়ে প্রশাসনের তরফে জারি করা হয় সতর্কতা। সেই সঙ্গে প্রত্যেককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজও হয় শুরু। প্রসঙ্গত এর আগে গত নভেম্বর মাসে একবার মাউন্ট লেওটবি আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়। তখনও যেমন সতর্কতা জারি করা হয়, এবারও সেই একই রকমে সতর্কতা জারি করা হয স্থানীয়দের মাঝে।
দেখুন মাউন্ট লেওটবি ফাটার পর কী অবস্থা....
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)