Viral Video Of Nara Deer With Indian Tourists: ভারতীয় দেখলেই 'সম্মান', মাথা নীচু করে অভিবাদন জানাচ্ছে জাপানের নারা হরিণ, দেখুন ভিডিয়ো
জাপানে (Japan) নারা নামে (Nara Deer) এক সম্প্রদায়ের হরিণ এবার ভারতীয় পর্যটকদের (Indian Tourists) দেখে মাথা ঝোকাতে শুরু করে। ভারতীয় পর্যটকদের দেখে নারা সম্প্রদায়ের ওই হরিণ যখন মাথা নীচু করতে শুরু করে, সেই ভিডিয়ো হু হু করে ভাইরাল (Viral Video) হয়ে যায়। দিভ্যা নামের এক কনটেন্ট ক্রিয়েটর জাপানের ওই নারা সম্প্রদায়ের হরিণের ভিডিয়ো শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। যেখানে অবাক করে দিয়ে নারা হরিণকে দেখা যায় ভারতীয় পর্যটক দেখলে মাথা ঝুকিয়ে তাঁকে অভ্যর্থনা জানাতে। জাপানে নারা পার্ক নামে যে অভয়ারণ্যটি রয়েছে, সেখানে হরিণরা নিজেদের মত করে ঘুরে বেড়ায়। পর্যটকদের সঙ্গে যাতে হরিণ নিশ্চিন্তে পরিচিত হতে পারে, তার জন্যই খোলামেলা ওই পার্ক বা অভয়ারণ্য গঠন করা হয়েছে। নারা পার্কে পর্যটকরা গেলে তাঁদের সঙ্গে অত্যন্ত পরিশীলিত ব্যবহার করে হরিণরা। এমনকী মাথা নাড়ালেই পর্যটকরা তাদের খাবার দেবে, এমন চিন্তা থেকেই বুদ্ধিসম্পন্ন এই সম্প্রদায়ের হরিণরা মাথা ঝোঁকাতে শুরু করে বলে দাবি করেন দিভ্যা নিজের ইনস্টা হ্যান্ডেলে।
দেখুন নারা সম্প্রদায়ের হরিণের কীর্তি...
View this post on Instagram
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)