Kabul Airport Chaos: কাবুলে বিমান থেকে পড়ে যাচ্ছেন দু'জন, দেখুন রোমহর্ষক ভিডিও

আফগানিস্তানের অচলাবস্থার ভয়াবহ রূপ। তালিবান শাসনে চলে যাওয়া আফগানিস্তানে দেশছাড়ার তাড়ায় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার হুড়োহুড়িতে পদপিষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা সামনে আসার পর আরও ভয়াবহ ঘটনা।

আফগানিস্তানের অচলাবস্থার ভয়াবহ রূপ। তালিবান শাসনে চলে যাওয়া আফগানিস্তানে দেশছাড়ার তাড়ায় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার হুড়োহুড়িতে পদপিষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা সামনে আসার পর আরও ভয়াবহ ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে কাবুলে বিমান থেকে দু জন পড়ে যাচ্ছেন। বিমানের চাকায় দড়ি বেঁধে ঝুলে দেশ থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে তারা মাঝ আকাশ থেকে পড়ে মারা যান। যদিও সেই ভিডিওটি একেবারেই স্পষ্ট নয়।

এদিকে, আফগানিস্তানের কাবুল (Kabul) থেকে নাগরিকদের ফিরিয়ে আনতে এয়ার ইন্ডিয়াকে (Air India) দু’টি বিমান প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। যদিও, কাবুল বিমানবন্দর (Kabul airport) থেকে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।

এয়ারস্পেশ বন্ধ করে দেওয়া হয়েছে। আর তার পরই এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এই মুহূর্তে তাদের কোনও বিমান কাবুল যাচ্ছে না। আজ বেলা সাড়ে ১২টা নাগাদ এয়ার ইন্ডিয়ার একটি বিমানের কাবুল যাওয়ার কথা ছিল। সেটা আপাতত যাচ্ছে না। রবিবার তালিবান কাবুল দখল করার পরই ১২৯ জন যাত্রী নিয়ে আফগানিস্তানের রাজধানী ছেড়েছিল এয়ার ইন্ডিয়ার শেষ বিমান। সন্ধের পরই ওই বিমান দিল্লি বিমানবন্দরে নামে।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now