‘Where's Jackie?’: পথদুর্ঘটনায় মৃত কংগ্রেস উওম্যান জ্যাকি ওয়ারোলস্কিকে খুঁজলেন জো বাইডেন, দেখুন ভিডিও

হোয়াইট হাউস হাঙ্গার ইভেন্ট নিয়ে আলোচনা প্রসঙ্গে আচমকাই রিপাবলিকান কংগ্রেসউওম্যান জ্যাকি ওয়ালোরোস্কির (Jackie Walorski) খোঁজ করতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Joe Biden (Photo Credit: ANI/Twitter)

হোয়াইট হাউস হাঙ্গার ইভেন্ট নিয়ে আলোচনা প্রসঙ্গে আচমকাই রিপাবলিকান কংগ্রেসউওম্যান জ্যাকি ওয়ালোরোস্কির  (Jackie Walorski) খোঁজ করতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে মাস খানেক আগেই এক পথদুর্ঘটনায় জ্যকির মৃত্যু হয়েছে। ভুল বশতই এদিন জ্যাকির খোঁজ করেন মার্কিন প্রেসিডেন্ট।  হাঙ্গার ইভেন্ট আয়োজকদের ধন্যবাদ দেওয়ার সময়ই তিনি জ্যাকিকে খুঁজছিলেন। কারণ জ্যাকি ওয়ালোরোস্কি আয়োজকদের মধ্যে অন্যতম একজন।

দেখুন ভিডিও

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif