Mumbai Terror Attack:'পাকিস্তান সন্ত্রাসবাদী দেশ', মার্কিন মুলুকে পাক দূতাবাসের বাইরে তুমুল বিক্ষোভ

মুম্বইয়ে ২৬/১১ হামলার ১৪ বছর পরেও সাধারণ মানুষের মনে পাকিস্তানকে নিয়ে ক্ষোভ তুঙ্গে। পাকিস্তান থেকে জলপথে মুম্বইয়ে এসে সাধারণ মানুষদের ওপর হত্যালীলা চালিয়েছিল কাসাভরা।

26/11 Terror Attacks(Photo Credit: PTI)

মুম্বইয়ে ২৬/১১ হামলার ১৪ বছর পরেও সাধারণ মানুষের মনে পাকিস্তানকে নিয়ে ক্ষোভ তুঙ্গে। পাকিস্তান থেকে জলপথে মুম্বইয়ে এসে সাধারণ মানুষদের ওপর হত্যালীলা চালিয়েছিল কাসাভরা। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি হামলার প্রতিবাদে গর্জে উঠল মার্কিন মুলুকে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে পাকিস্তানের দূতাবাসের বাইরে বড় বিক্ষোভ দেখানো হল। উঠল পাকিস্তানের সন্ত্রাসকে মদত দেওয়ার বিরোধী স্লোগান।

কাসভ, আফজল গুরু, পাক গুপ্তচর সংস্থা আইএসআই-য়ের বিরুদ্ধে স্লোগান উঠল। কয়েকজন বিক্ষোভকারীর হাতে দেখা গেল, 'পাকিস্তান সন্ত্রাসবাদী দেশ'-এর ব্যানার।

দেখুন ছবিতে