UK Swine Flu: ব্রিটেনে এই প্রথম মানুষের দেহে মিলল সোয়াইন ফ্লু ভাইরাস

উদ্বেগ বাড়িয়ে দিল সোয়াইন ফ্লু ভাইরাস। এবার একেবারে ব্রিটেনে মানুষের দেহে ঢুকে পড়ল মূলত শূকরের দেহে বংশবিস্তার করা সোয়াইন ফ্লু।

Swine Fever In Kerala (Photo Credit: File Photo)

উদ্বেগ বাড়িয়ে দিল সোয়াইন ফ্লু ভাইরাস। এবার একেবারে ব্রিটেনে মানুষের দেহে ঢুকে পড়ল মূলত শূকরের দেহে বংশবিস্তার করা সোয়াইন ফ্লু। ব্রিটেনের এক হাসপাতালে জ্বর, সর্দি কাশি নিয়ে ভর্তি হওয়া ব্যক্তির রক্ত পরীক্ষার পর নিশ্চিত হওয়া গিয়েছে তিনি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত। ১৯৫৮ সাল থেকে ইউরোপে ১৭ জনের দেহে সোয়াইন ফ্লু ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে৷

এই ভাইরাস প্রতিরোধে মানবদেহে ব্যবহারের মতো কোন প্রতিষেধক নেই ৷ তবে এই ভাইরাসের সঙ্গে মানবদেহের এইচওয়ানএনওয়ান ভাইরাসের বেশ মিল থাকায় সাধারণ ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক ব্যবহার করলে তা কিছুটা সুরক্ষা দিতে৷

দেখুন খবরটি