Ismail Haniyeh's Assassination: হামাস প্রধান ইসমাইল হানিয়ার খুন বন্দুক থেকে ছোঁড়া ছোট মিসাইলে, দাবি ইরানের

ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, হামলার পর মোসাদের (ইজরায়েলের গোয়েন্দা সংস্থা) নজরবন্দি থাকা হানিয়ার আততায়ীদের হাতে খুন হওয়ার পর মধ্য প্রাচ্য উত্তাল।

Ismail Haniyeh.jpg (Photo Credit: Twitter)

ইরানের তেহরানের এক বড় হোটেলে খুন হন হামাস প্রধান তথা প্যালেস্টাইনের প্রাক্তন প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া (Ismail Haniyeh)। ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, হামলার পর মোসাদের (ইজরায়েলের গোয়েন্দা সংস্থা) নজরবন্দি থাকা হানিয়ার আততায়ীদের হাতে খুন হওয়ার পর মধ্য প্রাচ্য উত্তাল। তেহরানের সেই হোটেলের ভিতর মজুত রাখা বোম ফেটেই হানিয়ার মৃত্যু হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। কিন্তু সেই দাবি উড়িয়ে ইরান জানাল, ইসমাইনল হানিয়ার হত্যার আসল কারণ হল হোটেলের পাশের এক জায়গা থেকে হানিয়ার ঘর লক্ষ্য করে বিশেষ ধরনের বন্দুক থেকে ছোঁড়া ছোট মিসাইল। ৭ কেজির ওয়ারহেড যুক্ত শর্ট-রেঞ্জ প্রোজেক্টাইলের মাধ্যমেই হানিয়াকে হত্যা করা হয় বলে দাবি ইরানের।

হানিয়ার হত্যার প্রতিশোধ নিয়ে ইজরায়েলের ওপর আক্রমণের প্রস্তুতি সেরেছে ইরান। তুরস্ক, লেবানন, সিরিয়া ইরানকে ইজরায়েলের বিরুদ্ধে আক্রমণে সাহায্য করবে।

দেখুন খবরটি