Bungee Jumping Death: দুনিয়ার দ্বিতীয় উচ্চতম স্থান থেকে বাঞ্জি জাম্পিং করতে গিয়ে মৃত্যু পর্যটকের
৭৬৪ ফুট উঁচু টাওয়ার থেকে 'বাঞ্জি জাম্পিং'-য়ের মরণঝাঁপে মারা গেলেন ৫৬ বছরের জাপানি পর্যটক।
চিনের ম্যাকাও টাওয়ার থেকে 'বাঞ্জি জাম্পিং' করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক পর্যটকের। ৭৬৪ ফুট উঁচু টাওয়ার থেকে 'বাঞ্জি জাম্পিং'-য়ের মরণঝাঁপে মারা গেলেন ৫৬ বছরের জাপানি পর্যটক। শ্বাসের সমস্যার কারণেই তিনি মারা যান বলে প্রাথমিক অনুমান।
৩৬০ মার্কিন ডলারের বিনিময়ে ম্যাকাউ টাওয়ারের অবজারভেশন ডেক থেকে পর্যটকদের বাঞ্জি জাম্পিং করতে দেওয়া হয়। চিনের গ্লাস ব্রিজ (৮৫৩ ফুট)-এর পর ম্যাকাউ টাওয়ারই হল দুনিয়ার উচ্চতম বাঞ্জি জাম্পিং স্পট।
দেখুন ছবিতে