Titanic Submersible Update: জলের নিচে পর্যটক সহ নিখোঁজ সাবমেরিন খুঁজতে গিয়ে অদ্ভুত শব্দ সন্ধান উদ্ধারকারীদের

কানাডার দক্ষিণ-পূর্ব উপকূলের কাছের এক জায়গায় উধাও হয়ে গিয়েছে ডুবোজাহাজটি। সোমবার থেকেই সেটির খোঁজে ব্যাপক অভিযান চলছে। বোস্টন কোস্ট গার্ড এই অনুসন্ধান অভিযান পরিচালনা করছে।

P-3 aircraft "detected underwater noises Photo Credit: Twitter@ians_india

ওশেনগেট এক্সপিডিশনস (OceanGate Expeditions) নামে এক বেসরকারি সংস্থা ডুবোজাহাজের মাধ্যমে টাইটানিকের (Titanic) ধ্বংসাবশেষের কাছে নিয়ে যায় পর্যটকদের।কানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে সেই সাবমেরিনটির যাত্রা শুরু করে। কিন্তু সোমবার রাতে জানান ওশেনগেট এক্সপিডিশনস জানিয়েছে, ডুবোজাহাজটির সঙ্গে তাদের যাবতীয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ৫ জন পর্যটক এবং কয়েকজন ক্রু সদস্য আছেন ডুবোজাহাজটিতে। কানাডার দক্ষিণ-পূর্ব উপকূলের কাছের এক জায়গায় উধাও হয়ে গিয়েছে ডুবোজাহাজটি। সোমবার থেকেই সেটির খোঁজে ব্যাপক অভিযান চলছে। বোস্টন কোস্ট গার্ড এই অনুসন্ধান অভিযান পরিচালনা করছে।

আজ সকালে সেই সাবমেরিনটির নিখোঁজ হওয়া নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।বোস্টন কোস্ট গার্ড  (US Coast Guard) নিশ্চিত করেছে সাবমেরিনের খোঁজে যাওয়া একটি কানাডিয়ান পি-৩( Canadian P-3 aircraft) বিমান নিখোজ এলাকায় জলের নিচে হওয়া একটি শব্দ শনাক্ত করেছে। মনে করা হচ্ছে  পাঁচজন যাত্রী নিয়ে নিখোঁজ পর্যটক সাবমেরিন থেকেই এই শব্দ আসছে।