Eid Milad Un Nabi 2021: চাঁদ উঠতেই মক্কার ক্লক টাওয়ারে সিগনাল, ১৮ তারিখ নবি দিবস
৭ অক্টোবর বৃহস্পতিবার সৌদি আরবের আকাসে চাঁদের দেখা মিলতেই শুরু হয়ে গেল রবিউল আওয়াল মাস৷ চাঁদ দেখা যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে মক্কার ক্লক টাওয়ার আলোর মাধ্যমে সিগনাল দিয়ে ১৪৪৩, রবিউল আওয়াল মাসের সূচনা জানিয়ে দিয়েছে৷
৭ অক্টোবর বৃহস্পতিবার সৌদি আরবের আকাসে চাঁদের দেখা মিলতেই শুরু হয়ে গেল রবিউল আওয়াল মাস৷ চাঁদ দেখা যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে মক্কার ক্লক টাওয়ার আলোর মাধ্যমে সিগনাল দিয়ে ১৪৪৩, রবিউল আওয়াল মাসের সূচনা জানিয়ে দিয়েছে৷ ইসলামের তিন নম্বর মাস এই রবিউল আওয়াল৷ ১২-ই রবিউল আওয়াল (Rabi Ul Awwal) হজরত মহম্মদ সাঃ এর আবির্ভাব দিবস৷ বিশ্বের মুসলিম দুনিয়ার একটা বড় অংশ এই নবি দিবস পালন করে থাকে৷ ১২ রবিউল আওয়ালকে বলা হয় ইদ-মিলাদ-উন-নবি (Eid Milad Un Nabi 2021) বা মাওয়ালইদ
মক্কার ক্লক টাওয়ারের সিগনাল
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)