Syria: সিরিয়া ছেড়ে পালিয়েছেন বাশার, জঙ্গিদের হাতে দামাস্কাসের দখল যেতেই জরুরি বৈঠক রাষ্ট্রসংঘের
দামাস্কাস দখল করেছে বিদ্রোহীরা। সিরিয়া (Syria) ছেড়ে পালিয়েছেন বাশার আল-আসাদ (Bashar Al-Assad)। বিদ্রোহীরা দামাস্কাস দখলের পর মস্কোয় আশ্রয় নিয়েছেন বাশার। সিরিয়ার প্রেসিডেন্টকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে মস্কোর তরফে। সূত্রের তরফে এমন খবর মিলতে শুরু করেছে। যা প্রকাশ্যে আসতেই সিরিয়ায় বিদ্রোহীরা উৎফুল্ল হয়ে ওঠে। অন্যদিকে মানবিকতার স্বার্থেই বাশারকে রাজনৈতিক আশ্রয় রাশিয়া দিয়েছে। এমনই জানানো হয় ক্রেমলিনের তরফে। তবে সিরিয়ার পরিস্থিতি কোনদিকে গড়াচ্ছে, সে বিষয়ে জরুরি বৈঠক ডাকা হয় রাষ্ট্রসংঘের তরফে। সোমবারই রাষ্ট্রসংঘের (UN) তরফে ওই জরুরি বৈঠকে বসা হবে বলে জানা যাচ্ছে। গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, সোমবারই রাষ্ট্রসংঘের তরফে সিরিয়া নিয়ে অত্যন্ত গোপণে ওই জরুরি বৈঠক বসবে।
দেখুন সিরিয়া ছেড়ে বাশার স্ব-পরিবারে পালানোর পর সেখানকার কী অবস্থা...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)