Spanish Influencer Faces Backlash: নিষিদ্ধ ক্যানারি দ্বীপের গহ্বরে ডুব প্রবল সমালোচনার মুখে ইনফ্লুয়েন্সার
স্পেনের সোশ্যাল ইনফ্লুয়েন্সার মারিনা রিভেরা নিজের সোশ্যাল হ্যান্ডেলে মাকুর জলভর্তি গহ্বরে ডুব দিয়ে প্রবল সমালোচনার মুখে পড়লেন। ক্যানারি দ্বীপের মাকুর যে জল ভর্তি গহ্বরে মারিনা রিভেরা ডুব দিয়ে ছবি তোলেন, সেখানে অনেকের মৃত্যু হয়। বহু মানুষ যেখানে গিয়ে ফিরে আসেননি, সেখানে কেন মারিনা গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। ফলে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ডোর আলোচনা শুরু হয়ে যায়...
View this post on Instagram