Ship Catches Fire in Indian Ocean: ভারত মহাসাগরে জাহাজে আগুন, নিখোঁজ ১১ জন ইন্দোনেশীয় নাবিক

সব নাবিকই জলে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের মধ্যে দু'জনকে একটি নাবিক জাহাজ বুধবার উদ্ধার করে

Burnt Ship in Indian Ocean (Photo Credit: @BinangunCilacap/ Twitter)

ভারত মহাসাগরে জাহাজে আগুন লাগার পর নিখোঁজ ১১ ইন্দোনেশীয় নাবিকের খোঁজে তল্লাশি অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার কে এম সেরবা প্রাইমা ৮ জাহাজে আগুন লাগে। কিন্তু শুক্রবার ইন্দোনেশিয়ার উদ্ধারকর্মীরা ঘটনাটি জানতে পারেন। সব নাবিকই জলে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের মধ্যে দু'জনকে একটি নাবিক জাহাজ বুধবার উদ্ধার করে। এরপর দুজন নাবিক শুক্রবার সেন্ট্রাল জাভা প্রদেশের সিলাক্যাপ শহরের একটি সমুদ্র বন্দরে এসে এই ঘটনার খবর দেয়। জাকার্তা সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান ফাজলি এ বলেন, সংবাদ সংস্থা জিনহুয়াকে জানিয়েছেন, 'আমরা ঘটনাস্থলে আমাদের কর্মীদের মোতায়েন করেছি এবং যেসব এলাকায় হতাহতদের পাওয়া যেতে পারে, সেখানে অবস্থিত উদ্ধারকারী অফিসের সঙ্গে সমন্বয় করেছি'। তার মতে, নাবিকদের ঘুমন্ত অবস্থায় আগুন লাগে এবং ঘুম থেকে ওঠার পর আগুন এত বড় যায় যে তারা নেভাতে পারেনি।

দেখুন ছবি