Russian Helicopter Missing: মাঝ আকাশ থেকে আচমকা নিখোঁজ রাশিয়ার হেলিকপ্টার, রয়েছে ১৯ জন যাত্রী

১৯ জন যাত্রী এবং তিন ক্রু সদস্য নিয়ে ওই রাশিয়ান হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছে বলে জানা যাচ্ছে। পূর্ব কামচাটকা উপদ্বীপের কাছে কপ্টারটি নিখোঁজ হয়েছে বলে খবর।

Photo Credits: Wikimedia Commons

Russian Helicopter Missing: নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে পারল না যাত্রীবাহী হেলিকপ্টার। মাঝপথে আচমকাই নিখোঁজ হল রাশিয়ার চপার। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম মারফত খবর, Mi-8T হেলিকপ্টারটি ভাশকাজেটস আগ্নেয়গিরির কাছাকাছি একটি ঘাঁটি থেকে রওনা দিয়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগে আচমকাই ওই কপ্টারটির সঙ্গে এয়ার বেসের যোগাযোগ বিছিন্ন হয়। ১৯ জন যাত্রী এবং তিন ক্রু সদস্য নিয়ে শনিবার ওই রাশিয়ান হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছে বলে জানা যাচ্ছে। পূর্ব কামচাটকা উপদ্বীপের কাছে কপ্টারটি নিখোঁজ হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, ১৯৬০ দশকে Mi-8 এর কপ্টারগুলো বানানো হয়েছিল। এতে রয়েছে দুটি ইঞ্জিন। রাশিয়া এবং প্রতিবেশী দেশগুলিতে ব্যাপকভাবে এই হেলিকপ্টার ব্যবহারের প্রচলন রয়েছে।

নিখোঁজ রাশিয়ার যাত্রীবাহী হেলিকপ্টার...