Russia: গৃহযুদ্ধের মাঝেই নয়া সেনা আইন এনে বিদ্রোহীদের কঠোর শাস্তির ব্য়বস্থা পুতিনের

এদিকে, বিদ্রোহী ওয়াগানার ভাড়াটে সেনারা মস্কো দখলের দিকে এগিয়ে আসছে। অন্যদিকে, দেশের সেনা আইনে পরিবর্তন আনলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Vladimir Putin (Photo Credit: Twitter)

এদিকে, বিদ্রোহী ওয়াগানার ভাড়াটে সেনারা মস্কো দখলের দিকে এগিয়ে আসছে। অন্যদিকে, দেশের সেনা আইনে পরিবর্তন আনলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যে আইনের বলে সেনাকর্মীদের নিয়ম ভাঙার দায়ে কোনও বিচার ছাড়াই ৩০ দিন আটকে রাখা যায়। এর আগে বিদ্রোহী ভাড়াটে সৈন্যদের বিশ্বাসঘাতক অ্য়াখা দিয়েছিলেন পুতিন। ক্রেমলিন ওয়াগনারের এই বিদ্রোহের পিছনে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমিকা দেখছে।

দেখুন টুইট