আগামী বছর ভারতে হতে চলা SCO সম্মেলন বাতিল করতে পারে পাকিস্তান

আগামী বছর ভারতে হতে চলা SCO সম্মেলন বয়কট করতে পারে পাকিস্তান। রাশিয়া, চিন সহ মোট আটটি দেশকে নিয়ে গড়া এই SCO গোষ্ঠীর সম্মেলন আগামী বছর নয়া দিল্লিতে বসতে চলেছে।

India, Pakistan flags | File Image | (Photo Credits: IANS)

আগামী বছর ভারতে হতে চলা SCO সম্মেলন বয়কট করতে পারে পাকিস্তান। রাশিয়া, চিন সহ মোট আটটি দেশকে নিয়ে গড়া এই SCO গোষ্ঠীর সম্মেলন আগামী বছর নয়া দিল্লিতে বসতে চলেছে। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান একই সঙ্গে SCO-তে অন্তর্ভুক্ত হয়েছিল। ভারত তাদের বিভিন্ন বিষয়ে বয়কট করায়, পাল্টা হিসেবে ভারতে এসসিও সম্মেলনে অংশ নেবে না পাকিস্তান। চলতি বছর উজবেকিস্তানে বসেছিল সাংহাই কর্পোরেশন অরগাইনাসেশন বা এসসিও সম্মেলন। আরও পড়ুন-ইন্দোনেশিয়ার সোনার খনিতে ধস, ২০ জন শ্রমিকের মৃত্যু

দেখুন টুইট