Russia-Ukraine War: মারিউপোল হাজারেরও বেশি ইউক্রেন সেনা আত্মসমর্পণ করেছে, দাবি রাশিয়ার

যুদ্ধে জিততে হলে ইউক্রেনের বন্দর শহর মারিউপোল দখলে নেওয়াটা রাশিয়ার কাছে খুব গুরুত্বপূর্ণ।

Russia-Ukraine War (Photo Credit: Reuters)

যুদ্ধে জিততে হলে ইউক্রেনের বন্দর শহর মারিউপোল দখলে নেওয়াটা রাশিয়ার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর তাই মারিউপোল দখলে নিতে যাবতীয় শক্তি উজাড় করছে পুতিনের বাহিনী। গোলাবর্ষণ থেকে রকেট হানা কোনও কিছুই বাকি থাকছে না। গত এক ঘাঁটি গেরে মারিউপোলে পড়ে আছে রুশ সেনা। কিন্তু এরপরেই সীমিত সাধ্য নিয়ে চোয়ালচাপা লড়াই করছে ইউক্রেনিয়ান সেনারা।

তবে এবার রাশিয়ার দাবি, মারিউপোলে ইউক্রেনের হাজারেরও বেশী সেনা আত্মসমর্পণ করেছে। ইউক্রেন সেনার ৩৬ম মেরিন ব্রিগেডের ১,০২৬ জন আত্মসমর্পণ করে বলে দাবি রাশিয়ার। ফলে বন্দর শহরের অনেকটাই তাদের দখলে এসেছে বলে রাশিয়ার দাবি। এই বিষয়ে এখনও ইউক্রেনের বক্তব্য জানা যায়নি।

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)