Hamas Attack on Israel: ইজরায়েলে হামাসের রক্তাক্ত হামলায় উত্তর কোরিয়ার মদত!
গত ৭ অক্টোবর সীমান্ত টপকে ইজরায়েলে ঢুকে নির্বিচারে সেখানকার সেনা কর্মী, সাধারণ মানুষদের হত্যা, অপহরণ, অত্য়াাচার করে হামাস জঙ্গি গোষ্ঠী।
গত ৭ অক্টোবর সীমান্ত টপকে ইজরায়েলে ঢুকে নির্বিচারে সেখানকার সেনা কর্মী, সাধারণ মানুষদের হত্যা, অপহরণ, অত্য়াাচার করে হামাস জঙ্গি গোষ্ঠী। যা নিয়ে নিন্দায় সরব হয় গোটা বিশ্ব। হামসার রক্তাক্ত হামলার পরই যুদ্ধ ঘোষণা করে গাজা উপত্যকাকে ধ্বংসস্তুপে পরিণত করে ইজরায়েল। হামাসের হামলার পিছনে ইরান সরকার, লেবাননের হেজবুল জঙ্গি গোষ্ঠীর প্রত্যক্ষ মদত আছে বলে দাবি করেছে ইজরায়েল।
আর এবার দক্ষিণ কোরিয়া জানাল, ইজরায়েলে হামাসের হামলায় সাহায্য করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে অস্ত্র সাহায্য করেছেন বলেছেন অভিযোগ দক্ষিণ কোরিয়ার। হামাসের হামলাকারীদের হাতে উত্তর কোরিয়ায় তৈরি অস্ত্র ভিডিয়োয় দেখা গিয়েছে বলেও দাবি দক্ষিণ কোরিয়ার।
দেখুন এক্স