Russian McDonald's: রাশিয়ায় ম্যাকডোনাল্ডস-এর নাম হল 'ভুকুস্নো আই টোচকা'
ইউক্রেনে আগ্রাসন ও যুদ্ধের কারণে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে পুতিনের দেশ ছেড়েছে বিশ্বের নামজাদা সব বহুজাতিক সংস্থা।
ইউক্রেনে আগ্রাসন ও যুদ্ধের কারণে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে পুতিনের দেশ ছেড়েছে বিশ্বের নামজাদা সব বহুজাতিক সংস্থা। রাশিয়ায় তাদের ব্যবসা বিক্রি করে দিয়েছে ম্যাকডোনাল্ডস। ১৯৯০ সাল থেকে রাশিয়ায় দাপটের সঙ্গে ব্যবসা করেছিল ম্যাকডোনাল্ডস। চলতি বছর ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধের ঠিক পরেই তিন দশক ব্যবসার পর ম্যাকডোনাল্ডস স্থায়ীভাবে পুতিনের দেশ ছাড়ে। এবার সেই ম্যাকডোনাল্ডস কেনে রাশিয়ার এক সংস্থা।
'ডি-আর্কিং' প্রক্রিয়ায় ম্যাকডোনাল্ডসকে নাম রেস্তোরাঁগুলোর নতুন মালিক ম্যাকডোনাল্ডসের নাম, ব্র্যান্ডিং, লোগো ও মেনু ব্যবহার করতে পারবে না। রবিবার থেকে রাশিয়ায় ম্যাকডোনাল্ডাসের নাম বদলে গেল। রাশিয়ায় ম্যাকডোনাল্ডস-এর নাম হল 'ভুকুস্নো আই টোচকা'। রাশিয়ান ভাষায় ভুকুস্নো-র মানে হল সুস্বাদু।
দেখুন টুইট