Israel: ইজরায়েল থেকে সোজা হাইস্পিড রেলে সৌদি আরব! ২৭ বিলিয়ন ডলারের প্রজেক্টের ঘোষণা নেতানিয়াহুর
আরব দেশগুলির সঙ্গে একেবারেই খারাপ সম্পর্ক ইজরায়েলের। প্য়ালাস্তাইন ইস্যুতে ইজরায়েলের বিরুদ্ধে তোপ দাগে আরব দেশেরা
আরব দেশগুলির সঙ্গে একেবারেই খারাপ সম্পর্ক ইজরায়েলের। প্য়ালাস্তাইন ইস্যুতে ইজরায়েলের বিরুদ্ধে তোপ দাগে আরব দেশেরা। কিন্তু এবার সেই আরব মুলুকেই ট্রেনলাইন বানিয়ে বানিজ্যের ভিত্তি শক্ত করতে এগিয়ে আসছে ইজরায়েল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করলেন, আরব মুলুকের সঙ্গে তাদের দেশে সরাসরি রেল যোগাযোগের কথা। ইজরায়েল থেকে সরাসরি হাই স্পিড রেলে পৌঁছে যাওয়া যাবে সৌদি আরব ও আরবের বিভিন্ন দেশে। যে কারণে ২৭ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করল নেতানিয়াহু প্রশাসন। যদিও খাতায় কলমে ইহুদি রাষ্ট্র ইজরায়েলকে স্বীকৃতি দেয়নি সৌদি।
প্রসঙ্গত, গত বছর ইজরায়েলের সমস্ত ধরনের বিমানের ওপর আকাশপথে নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। রাজনৈতিক শত্রুতা ভুলে বানিজ্যিক স্বার্থের কারণেই দুই দেশের এখন দুজনকে খুবই প্রয়োজন। তাই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে দুই দেশ।
দেখুন টুইট