Mecca Death: মক্কায় হজ করতে গিয়ে গরমের জেরে মৃত্যু কমপক্ষে ৫৫০ জনের

গতকাল, অর্থাৎ মঙ্গলবার মক্কার তাপমাত্রা ছিল ৫২ ডিগ্রি সেলসিয়াস। সৌদির (Saudi Arab) গরমের ইতিহাসে যা সর্বোচ্চ। আর এই অসহ্য গরমেই হজযাত্রীদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

নয়াদিল্লিঃ তীব্র তাপপ্রবাহের (Heat Wave)  শিকার প্রায় গোটা বিশ্ব। যতদিন যাচ্ছে বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। আর এ বার গরমের জেরে মক্কায় (Mecca) প্রাণ হারালেন কমপক্ষে ৫৫০ জন হজযাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গতকাল, অর্থাৎ মঙ্গলবার মক্কার তাপমাত্রা ছিল ৫২ ডিগ্রি সেলসিয়াস। সৌদির (Saudi Arab) গরমের ইতিহাসে যা সর্বোচ্চ। আর এই অসহ্য গরমেই হজযাত্রীদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই মিশরের (Egypt) বাসিন্দা। এ ছাড়া মৃতদের তালিকায় রয়েছেন ইন্দোনেশিয়া, ইরান জর্ডান এবং সেনেগাল থেকে আসা হজযাত্রীরাও। মক্কার বৃহত্তম হাসপাতাল আল মুয়াইসেমে রাখা রয়েছে মৃতদের দেহ।