Maldives Row: লাক্ষাদ্বীপ নিয়ে মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক টানাপোড়েন, দিল্লির পাশে দাঁড়াল ইজরায়েল

Lakshadweep (Photo Credit: Twitter)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) লাক্ষাদ্বীপ (Laskhadweep ) ভ্রমণ নিয়ে মালদ্বীপের ৩ মন্ত্রীর কটাক্ষের জেরে ২ দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। নরেন্দ্র মোদীর নিন্দার জেরে মালদ্বীপের হাই কমিশনারকে দিল্লিতে তলব করা হয়। ওই ঘটনার পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই এবার ইজরায়েলের (Israel) তরফে লাক্ষাদ্বীপের প্রশংসা করা হয়। ভারতের দ্বীপগুলি যাতে আরও ভালভাবে সামনে আসে, তার জন্য ইজরায়েল দিল্লির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে বলে জানানো হয় ইজরায়েলের ভারতীয় রাষ্ট্রদূতের তরফে।

আরও পড়ুন: Narendra Modi: মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে কটাক্ষ বরদাস্ত নয়, মালদ্বীপের হাই কমিশনারকে তলব দিল্লির

দেখুন ট্য়ুইট...