Lybia Flood: শহর যেন ধ্বংসস্তূপ, বন্যার জলে ভেসে মৃতদেহ যাচ্ছে সমুদ্রে, ভয়াবহ ছবি
বন্যায় বিধ্বস্ত লিবিয়ার একাংশ। বন্যার জলে ধুয়ে মুছে গিয়েছে ডেরনা শহরের একাংশ। ভয়াবহ বন্যার স্রোত এই দেশে কেড়ে নেয় বহু প্রাণ। বন্যার জলে মৃতদেহ ভেসে এখন তা সমুদ্রে ভাসতে শুরু করেছে। লিবিয়ার ডেরনায় ভয়াবহ বন্যায় একের পর এক প্রাণহানি হচ্ছে। নিখোঁজ এখনও বহু মানুষ। লিবিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভয়াবহ বন্যার জেরে এখনও পর্যন্ত ৫,৩০০ জনের প্রাণ গিয়েছে। যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। অন্যদিকে প্রায় ১০ হাজার মানুষের খোঁজ এখনও মিলছে না বলে জানা যায়।
ড্যানিয়েল নামের ভয়াবহ ঝড়ের পর লিবিয়ায় হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। যার জেরে বহু অংশে দেখা দেয় বন্যা। কয়েক হাজার মানুষের প্রাণহানির পর এখনও বৃষ্টি থামেনি লিবিয়ায়।
সমুদ্রে ভাসছে একের পর এক মৃতদেহ...