Japan Winter Storm: জাপানে প্রবল তুষারঝড়, বরফে চাপা পড়ে মৃত্যু ১৭ জনের, আহত বহু

Japan Winter Strom (Photo Credit: Twitter)

কনকনে শীতে কাঁপছে জাপান (Japan)। প্রচণ্ড শীতের জেরে জাপানে একের পর এক মৃত্যুর খবর আসতে শুরু করেছে। জাপানে প্রচণ্ড শীতের জেরে ইতিমধ্যেই ১৭ জনের মৃত্যুর খবর মেলে। আহত বহু মানুষ। জাপানের পশ্চিম প্রান্তের একাধিক জায়গায় মানুষ কার্যত শীতের জেরে জমে যেতে শুরু করেছেন। রাস্তার উপর দাঁড় করানো গাড়িগুলির উপর বরফ পড়ে, সেগুলিও জমে যেতে শুরু করেছে। সবকিছু মিলিয়ে জাপানে প্রচণ্ড ঠাণ্ডার জেরে পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে।

আরও পড়ুন: Bomb Cyclone, Snowfall: ব্যাপক তুষারপাত, শৈত্যঝড়ে আমেরিকা থেকে জাপানে মৃত্যু মিছিল, বিদ্যুৎহীন বড়দিন বাইডেনের দেশে!