Whales Washed Ashore After Tsunami Video: প্রলয় কি আসন্ন? উথালপাতাল সমুদ্র, সুনামির ঢেউয়ের ধাক্কায় সৈকতে ভেসে আসছে বিশাল সব তিমি, হাঙর, দেখুন ভিডিয়ো
জাপানের (Japan Tsunami) মানুষ রয়েছেন আতঙ্কে। ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির (Tsunami) যে ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে, তার জেরে উপকূলে দেখা গেল এক অবিশ্বাস্য ছবি। যেখানে দেখা যায়, জাপানের হোক্কাইডো-সহ বেশ কয়েকটি উপকূলে যখন সুনামি আছড়ে পড়ছে, সেই সময় ভেসে আসছে বিশালাকার সব তিমি বা হাঙর। জাপানের উপকূলে বিশালাকার সব তিমি ভেসে আসতে শুরু করে। নীল সাগরের জলের ঢেউয়ের ধাক্কায় একের পর এক করে তিমি ভেসে আসতে শুরু করে জাপানে। ওই তিমি বা হাঙরগুলির প্রাণ যাতে কোনওভাবে না যায়, তার আদ্যান্ত চেষ্টা শুরু করেন স্থানীয়রা। রাশিয়ার (Russia Earthquake) কামছাটকা প্রদেশে ভূমিকম্প আছড়ে পড়ে তীব্র গতিতে। কামছাটকা প্রদেশে তীব্র বেগের ভূমিকম্প আছড়ে পড়তেই জাপানে সুুনামি সতর্কতা জারি করা হয়। তবে সতর্কতা জারি করতে না করতেই জাপানের উপকূলে সুনামি আছড়ে পড়তে থাকে। আর জলের সেই প্রবল ঢেউয়ের ধাক্কাতেই এক অদ্ভুদ ছবি চোখে পড়ে মানুষের।
দেখুন সুনামির ধাক্কায় কীভাবে জাপানের উপকূলে একের পর এক বিশালাকার তিমি এবং হাঙর ভেসে আসতে শুরু করে...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)