Japan: জাপানের প্রধানমন্ত্রী অফিসের শৌচাগার থেকে মিলল পুলিশ কর্মীর রক্তাক্ত দেহ

শৌচাগার থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক। শৌচাগারের ভিতর থেকে গুলি চালানোর বিশাল এক শব্দ পেয়েছিলেন অপর এক পুলিশ কর্মী। তারপরেই ছুটে গিয়ে শৌচাগারের দরজা ভেঙে দেখেন, মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আহত পুলিশ কর্মী।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

টোকিও, ৫ মেঃ জাপানের (Japan) রাজধানী টোকিওতে (Tokyo) প্রধানমন্ত্রী অফিসের শৌচাগার থেকে উদ্ধার রক্তাক্ত পুলিশ কর্মী দেহ। আহত পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে জানানো হয়। শৌচাগার থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক। শৌচাগারের ভিতর থেকে গুলি চালানোর বিশাল এক শব্দ পেয়েছিলেন অপর এক পুলিশ কর্মী। তারপরেই ছুটে গিয়ে শৌচাগারের দরজা ভেঙে দেখেন, মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আহত পুলিশ কর্মী। প্রধানমন্ত্রী অফিসের শৌচাগার পুলিশ কর্মীর মৃত্যুকে আত্মহত্যা বলেই দেখছে তদন্তকারী পুলিশ।

পুলিশ কর্মীর আত্মহত্যা... 

প্রধানমন্ত্রী অফিসের শৌচাগারে পুলিশ কর্মীর আত্মহত্যা...