Israel-Hezbollah War: হেজবুল্লা নেতার মৃত্যুতে রাগে ফেটে পড়লেন পাক প্রধানমন্ত্রী, বললেন ইজরায়েলের হামলা 'বিপর্যয়কর'
ইজরায়েলের (Israel) হামলায় নিহত হেজবুল্লার (Hezbollah) মিসাইল প্রধান ইব্রাহিম কুবাইসি। হেজবুল্লা নেতা কুবাইসির মৃত্যুর পর সুর চড়ান পাকিস্তানের (Paskistan PM) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। হেজবুল্লা নেতা ইব্রাহিম কুবাইসিকে যেভাবে হত্যা করা হয়েছে, তা বিপর্যয় বলে উল্লেখ করেন পাকিস্ততানের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত লেবাননে (Lebanon) হেজবুল্লা জঙ্গি ঘাঁটিতে একের পর এক বোমা ফেলছে ইজরায়েলি সেনা। দক্ষিণ লেবাননে যখন ইজরায়েল হামলা শুরু করেছে একটানা, সেই সময় নিহত হয় হেজবুল্লার (Israel-Hezbollah War) জঙ্গিদের অন্যতম প্রধান মুখ ইব্রাহিম কুবাইসি। যা নিয়ে ফের ইজরায়েল এবং ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হেজবুল্লার মধ্যে উত্তেজনা ছড়ালে, বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: Israel-Hezbollah War: বেরুইটে জোরদার হামলা ইজরায়েলের, নিহত হেজবুল্লা জঙ্গিদের অন্যতম নেতা কুবাইসি
হেজবুল্লা নেতা কুবাইসির মৃত্যুর খবরে কী বললেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেখুন...