Israel-Hamas War: গত ৪৮ ঘণ্টায় রাষ্ট্রসংঘের আরও ৫ কর্মীর মৃত্যু, গাজা উপত্যকায় এখনও অবধি ৭৯ কর্মীর বলি
৪৮ ঘণ্টায় গাজা উপত্যকায় নতুন করে তাঁদের আরও ৫ জন কর্মীর মৃত্যু হয়েছে। ৭ অক্টোবর ইজরায়েল এবং হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাষ্ট্রসংঘের মোট ৭৯ জন কর্মী নিহত হয়েছেন।
ইজরায়েলের একের পর এক বিস্ফোরক বোমাবর্ষণের জেরে ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে গাজা। প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস ঘাঁটি যেন নিশ্চিহ্ন করে দেওয়ার অভিপ্রায় নিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা বাহিনী। ইজরায়েল অগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। রাষ্ট্রসংঘের (United Nations) রিলিফ ওয়ার্কস এজেন্সি জানাচ্ছে, গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকায় নতুন করে তাঁদের আরও ৫ জন কর্মীর মৃত্যু হয়েছে। ৭ অক্টোবর ইজরায়েল এবং হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাষ্ট্রসংঘের মোট ৭৯ জন কর্মী নিহত হয়েছেন।