Israel-Hamas War: ইজরায়েলে ৭ অক্টোবর হামাসের হামলার কথা আগে থেকেই জানত IDF? রিপোর্টে চাঞ্চল্য

Israel-Hamas War (Photo Credit: File Photo)

ইজরায়েলে (Israel) হামলা চালাতে পারে হামাস (Hamas)। ৭ অক্টোবর ইজরায়েলে হামলার আগে একটি চিঠি হাতে আসে আইডিএফের। হামাস হামলা চালাতে পারে বলে ইজরায়েলের সেনা কর্তারা যে চিঠি হাতে পান, তাতে কার্যত গুরুত্ব দিতে  নারাজ ছিল নেতানিয়াহু সরকার। হামাস এত বড় মাপের কোনও হামলা চালাতে পারে, এমন হুমকি অগ্রাহ্য করা হয় ইজরায়েলের তরফে। কিন্তু হুমকি অগ্রাহ্য করার পরপরই ৭ অক্টোবর হামলা চালায় হামাস। কোনও বড় হামলা হামাস চালাতে পারে, এমন হুমকি কার্যত অগ্রাহ্য করে ইজরায়েল। যার ফল হাতেনাতে ভুগতে হয় বেঞ্জামিন নেতানিয়াহু সরকারকে। রিপোর্টে এমন তথ্যই প্রকাশ্যে আসে। প্রসঙ্গত, ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালিয়ে ১৪০০ লোককে হত্যা করে হামাস। যার জেরে হামাস নিধনে গাজায় এক নাগাড়ে হামলা শুরু করে ইজরায়েল।

আরও পড়ুন: Israel-Hamas War: শুক্রবার সকালে যুদ্ধ বিরতির মেয়াদ শেষ হতেই গাজায় ফের হামলা ইজরায়েলের