Isarel-Hezbollah War: যুদ্ধে উত্তপ্ত লেবাননে রয়েছেন ৪ হাজার ভারতীয়, কী জানালেন রাষ্ট্রদূত
ইজরায়েল (Israel), হেজবুল্লা (Hezbollah) যুদ্ধের জেরে উত্তপ্ত লেবানন (Lebanon)। হেজবুল্লা জঙ্গিদের খোঁজে দক্ষিণ লেবাননে একের পর এক হামলা শুরু করেছে ইজরায়েল। ইজরায়েলের বোমারু বিমান লেবাননে একটানা হামলা শুরু করলে, সে দেশে বসবাসকারী ভারতীয়দের (Indian) সতর্ক করে দিল্লি (Delhi)। ইজরায়েলের সঙ্গে হজবুল্লার দ্বন্দ্বে ভারতীয়রা যাতে কোনওভাবে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সতর্ক করা হয় বিদেশ মন্ত্রকের তরফে। এবার ভারতে থাকা লেবাননের রাষ্ট্রদূতের তরফে কিছুটা স্বস্তির বার্তা দেওয়া হয়। লেবাননের রাষ্ট্রদূত জানান, লেবাননে এই মুহূর্তে ৩ থেকে ৪ হাজার ভারতীয় নাগরিক রয়েছেন। যে ভারতীয় নাগরিকরা লেবাননে রয়েছেন, তাঁরা প্রত্যেক সুস্থ। ফলে লেবাননে থাকা ভারতীয়দের উদ্ধারের বিষয়ে দিল্লি কোনও আলোচনা তাঁদের সঙ্গে করেনি বলে জানান রাব্বি নারশ। লেবাননের মানুষের জন্য ত্রাণ পাঠানো শুরু করেছে ভারত। লেবানেন যুদ্ধ শুরুর পর থেকেই তাঁদের দেশকে ভারত উদ্বিগ্ন। ফলে লেবাননকে যাতে সবদিক থেকে সাহায্য করা যায়, দিল্লি সেই প্রচেষ্টা শুরু করেছে বলে দূতাবাসের তরফে জানানো হয়।
আরও পড়ুন: Israel and Lebanon Conflict: অশান্ত লেবানন,আচমকা বিস্ফোরণে ভেঙে পড়ল বাড়ি, দেখুন ভিডিয়ো
লেবাননে থাকা ভারতীয়দের নিয়ে কী জানাল দূতাবাস...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)