Whale: বালি বিচে ভেসে আসা তিমির দেহের ময়নাতদন্ত, প্লাস্টিক দূষণেই কি মৃত্যু!
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালির সমুদ্র সৈকতে ভেসে আসা ১৮ মিটারের বিরাট এক তিমি। তিমিটির মৃতদেহ পড়ে থাকে বালির সমুদ্র সৈকতে।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালির সমুদ্র সৈকতে ভেসে আসা ১৮ মিটারের বিরাট এক তিমি। তিমিটির মৃতদেহ পড়ে থাকে বালির সমুদ্র সৈকতে। এবার এই সুবিশাল তিমি-টির ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নিল ইন্দোনেশিয়ার প্রাণী বিশারদরা। তাদের অনুমান সমুদ্রের প্লাস্টিক দূষণের কারণেই তিমিটি মারা গিয়েছে।
সেটা নিশ্চিত হতেই ময়না তদন্তের সিদ্ধান্ত। মানুষের ব্যবহার করা প্লাস্টিক বর্জ্য সমুদ্রে এসে পড়ছে। আর তাতে সামুদ্রিক প্রাণী, মাছদের প্রাণ সংশয়ে দেখা যাচ্ছে। আরও পড়ুন-গাজায় বিমান হামলা ইজরাইলের
দেখুন ভিডিয়ো