India-Canada Row: ভারতে বসবাসকারী কানাডিয়ানরা 'সতর্ক' থাকুন, পরামর্শ ট্রুডো দেশের

Canadian High Commission (Photo Credit: Wikipedia)

খালিস্তানি জঙ্গি খুন ইস্যুতে ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়তে শুরু করেছে। খালিস্তানি জঙ্গি খুন ইস্যুতে যখন কানাডা এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়ছে, সেই সময় নয়া 'উপদেশ' ট্রুডোর দেশের। ভারতে যে কানাডার নাগরিকরা রয়েছেন, তাঁরা যাতে 'সতর্ক 'থাকেন, সে বিষয়ে জারি করা হয়েছে 'পরামর্শ'। ভারতে যে কানাডিয়ানরা রয়েছেন, তাঁরা যাতে 'সতর্কতা' অবলম্বন করেন, সে বিষয়ে জানানো হয় জাস্টিন ট্রুডো সরকারের তরফে।  গত ১৯ জুন কানাডার সুরেতে খুন হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর।  খালিস্তানি জঙ্গি খুনে 'ভারতের যোগের' দাবি করা হয় কানাডার প্রধানমন্ত্রী তরফে।  উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই এই দাবি করেন জাস্টিন ট্রুডো।  যা নিয়ে ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়তে শুরু করেছে।