Israeli PM Netanyahu:ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হার্নিয়া অস্ত্রোপচার, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে কে নেবেন দায়িত্ব? জেনেনিন

ইজরায়েল সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে: "নেতানিয়াহু-র অনুপস্থিতিতে উপ-প্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

Israel PM (Photo Credit: Twitter)

গতকাল (রবিবার, ৩১ মার্চ) ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-র হার্নিয়া অস্ত্রোপচার করা হয়। স্বাভাবিক ভাবেই হার্নিয়া অপারেশনের পর প্রধানমন্ত্রী সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় আছেন বলে  ‘রুটিন চেক-আপের সময়’ চিকিৎসকরা জানিয়েছেন। ইজরায়েল সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে: "নেতানিয়াহু-র অনুপস্থিতিতে উপ-প্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।" গত বছর (২০২৩ সালেও)৭৪ বছর বয়সী নেতানিয়াহু-র বুকে পেসমেকার ইনস্টল করার জন্য অস্ত্রোপচার করা হয়েছিল।

 

Hernia Surgery, Israel  , Israeli PM Netanyahu