Horrific Video: পরপর মারণ ঢেউয়ের থাবা, সমুদ্রের জলের তোড়ে ভেসে গেলেন ২ সাঁতারু দেখুন

Deadly Waves (Photo Credit: X/Screengrab)

মারণ ঢেউ ভাসিয়ে নিয়ে গেল ২ সাঁতারুকে (Swimmers)। পরপর ২ সাঁতারুকে ভাসিয়ে নিয়ে যায় ভয়াবহ ঢেউ। এবার এমনই একটি ভিডিয়ো সামনে এল হাওয়াইয়ের (Hawaii) ওহু (Oahu) থেকে। যেখানে একসঙ্গে ৩ সাতাঁরুকে সমুদ্রের (Ocean) পাড়ের প্রায় কাছাকাছি দেখা যায়। সমুগ্রের পাড়ের কাছাকাছি থাকলেও, বিশাল আকারের ঢেউ উঠতে শুরু করে হাওয়াইয়ের উত্তরে। হাওয়াইয়ের উত্তর দিকে ওহুতে সেই মারণ ঢেউয়ের কবলে পড়েন ৩ সাঁতারু। প্রথম দুটি ঢেউয়ের ঝাপটায় তাঁদের প্রাণ রক্ষা পেলেও, তৃতীয়টি থেকে ২ জন প্রথমে ফিরতে পারেননি। তৃতীয় ঢেউয়ের মারণ থাবায় ২ তুখোড় সাঁতারু ভেসে যান। তৃতীয়জন কোনওক্রমে নিজের প্রাণ রক্ষা করে ফেরেন। তবে স্থানীয় এবংঅন্য সাঁতারুদের প্রবল চেষ্টার জেরে ওই ২ জনকে প্রাণে বাঁচানো হয়। তবে পাথরের আঘাতে তাঁদের শরীর প্রায় ক্ষতবিক্ষত বলে জানা যাচ্ছে। হাওয়াইয়ের ওহুর এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা কার্যত ভয় এবং আতঙ্ক ছড়ায় পর্যটকদের মধ্যে।

দেখুন হাওয়াইতে কীভাবে মারণ ঢেউয়ের থাবায় প্রাণ বিপর্যস্ত ৩ সাঁতারুর...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif