Haiti PM Resigns: হাইতিতে ভয়াবহ পরিস্থিতি, পদত্যাগ করলেন দেশের প্রধানমন্ত্রী
হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি (PM Ariel Henry) পদত্যাগ করেছেন।
নয়াদিল্লি: ক্যারিবিয়ান অঞ্চলের হাইতিতে (Haiti) কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি বিশৃঙ্খল। আজ দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি (PM Ariel Henry) পদত্যাগ করেছেন। সম্প্রতি হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রধান কারাগারে দুর্বৃত্তেরা হামলা চালায়, সেখান থেকে প্রায় ৪০০০ বন্দির অধিকাংশই পালিয়ে যান। এরপর দেশেজুড়ে আরও বিশৃঙ্খলা তৈরি হয়। আরও পড়ুন: Russia Army: ‘এজেন্ট’ মারফত রাশিয়া গিয়ে জোর করে সেনাবাহিনীতে যোগ, ভারতের কাছে উদ্ধারের আর্জি নেপালের চার যুবকের
দেখুন