GMEX24: ভারত-জাপানের নৌবাহিনীর যৌথ সামুদ্রিক মহড়া –জিমেক্স২৪ এর শুভ সূচনা হল জাপানের ইয়োকোসুকায়

এই মহড়ায় দু’দেশের নৌবাহিনী জলপথে তাদের যুদ্ধ কৌশল একে অপরের সঙ্গে ভাগ করে নেবে।দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস শিবালিক (INS Shibalik) দ্বিপাক্ষিক এই সামুদ্রিক মহড়ায় অংশ নিচ্ছে। অন্যদিকে, জাপানের তরফে সামিল হয়েছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ জেএস ইউগিরি (JS Ugiri)।

GMEX 24

জাপানের ইয়োকোসুকায় ভারত-জাপানের নৌবাহিনীর যৌথ সামুদ্রিক মহড়া –জিমেক্স২৪(GMEX24) শুরু হয়েছে। এই মহড়ায় দু’দেশের নৌবাহিনী জলপথে তাদের যুদ্ধ কৌশল একে অপরের সঙ্গে ভাগ করে নেবে।দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস শিবালিক (INS Shibalik) দ্বিপাক্ষিক এই সামুদ্রিক মহড়ায় অংশ নিচ্ছে। অন্যদিকে, জাপানের তরফে সামিল হয়েছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ জেএস ইউগিরি (JS Ugiri)।

বর্তমান সময়ে  ভারত ও জাপান উভয়ই চীনের শত্রুতার মুখোমুখি তাই ভারতীয় নৌবাহিনী এবং জাপানি নৌবাহিনীর (জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স) যুদ্ধজাহাজ এর এই যৌথ মহড়া খুবই গুরুত্বপূর্ণ। ২০২৩ সালে বিশাখাপত্তনম নৌ ঘাঁটিতে জাপান-ভারত মেরিটাইম এক্সারসাইজ 2023 (JIMEX 23)শুরু হয়েছিল।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement