India’s Vaccination Certificate: আরও যে পাঁচটি দেশ ভারতের কোভিড ভ্যাকসিন সার্টিফিকেটকে স্বীকৃতি দিল
নতুন করে বিশ্বের আরও পাঁচটি দেশ ভারতের কোভিড টিকার সার্টিফিকেটকে স্বীকৃতি দিল। ভারতের ভ্যাকসিন সার্টিফিকেটকে মানত্য দেওয়া দেশগুলির মধ্যে আছে এস্তোনিয়া, কিরগিজাস্তান, প্যালেস্তাইন, মরিশাস ও মঙ্গোলিয়া।
নতুন করে বিশ্বের আরও পাঁচটি দেশ ভারতের কোভিড টিকার সার্টিফিকেটকে স্বীকৃতি দিল। ভারতের ভ্যাকসিন সার্টিফিকেটকে মানত্য দেওয়া দেশগুলির মধ্যে আছে এস্তোনিয়া, কিরগিজাস্তান, প্যালেস্তাইন, মরিশাস ও মঙ্গোলিয়া। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এই খবর জানান। এদিকে, ভারতের কোভিড টিকা কোভ্যাক্সিনকে (Covaxin) স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া সরকার (Australian Government)। ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ব্যারি ও'ফারেল এই খবর জানিয়েছেন। হায়দরাবাদর ভারত বায়োটেক (Bharat Biotech) তৈরি করেছে কোভ্যাক্সিন। আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা খারিজ, পরিবেশ বান্ধব বাজি ফাটানোয় অনুমতি সুপ্রিম কোর্টের
দেখুন টুইট