Indonesia Ferry Fire Video: মাঝ সমুদ্রে ২৮০ জন যাত্রী বোঝাই ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, জলে ঝাঁপ দিয়ে জীবনে বাঁচার চেষ্টা, দেখুন ভিডিও
ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসিতে ভয়াবহ ফেরি দুর্ঘটনা। আজ, রবিবার দুপুর দেড়টা নাগাদ তালিসে দ্বীপপুঞ্জের কাছে যাত্রীবোঝাই একটি ফেরি মাঝ সমুদ্রে থাকা অবস্থায় আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই ২৮০ জন যাত্রী থেকে পুরো ফেরিটিতে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো জায়গাটি।
Indonesia Ferry Fire Video: ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি (Sulawesi)-তে ভয়াবহ ফেরি দুর্ঘটনা। আজ, রবিবার দুপুর দেড়টা নাগাদ তালিসে দ্বীপপুঞ্জের (Talise Island) কাছে যাত্রীবোঝাই একটি ফেরি মাঝ সমুদ্রে থাকা অবস্থায় আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই ২৮০ জন যাত্রী থেকে পুরো ফেরিটি (KM Barcelona VA ferry)তে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো জায়গাটি। প্রাণে বাঁচাতে আগুনের লেলিহান শিখায় ঢেকে যাওয়া ফেরিটি থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করেন যাত্রীরা। যাত্রীদের মধ্যে থাকা কয়েকজন শিশুকেও হলুদ লাইফ জ্য়াকেট পরে ফেরিটে থেকে লাফাতে দেখা যায়। অন্তত ১৮জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্য়ুর খবর নেই। জোরকদমে চলছে উদ্ধারকাজ। উদ্ধারকাজে বায়ুসেনা ও নৌসেনা জওয়ানদের নামানো হয়েছে। প্রসঙ্গত, তালিসে দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের কোলে সুলাওয়েশি সমুদ্রের ওপর অবস্থিত।
কেএম বার্সেলোনা ভিএ ফেরি (KM Barcelona VA ferry)-টিতে মোট ২৮০ জন যাত্রী নিয়ে মানাদো শহরের তালাউদের দ্বীপপুঞ্জ থেকে তালিসে দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা হয়েছিল।
দেখুন কীভাবে ফেরিটিতে আগুন ধরে গিয়েছে
দেখুন কীভাবে শিশুটি উদ্ধার হল
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)