Israel Hostages: পণবন্দিদের ফেরাতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বড় বিক্ষোভ

গত ৭ অক্টোবর হামাস জঙ্গিরা সীমান্ত টপকে বন্দুকের ভয় দেখিয়ে ইজরায়েলে ঢুকে সেখানকার বহু বাসিন্দাকে পণবন্দি করে নিয়ে যায় হামাস জঙ্গিরা।

IDF Rescues Hostages (Photo Credit: Twitter)

গত ৭ অক্টোবর হামাস জঙ্গিরা সীমান্ত টপকে বন্দুকের ভয় দেখিয়ে ইজরায়েলে ঢুকে সেখানকার বহু বাসিন্দাকে পণবন্দি করে নিয়ে যায় হামাস জঙ্গিরা। এরপরই পণবন্দিদের ফেরাতে গাজায় আক্রমণ করে ইজরায়েল। উত্তর গাজাকে পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত করে ফেললেও এখন দেশের সব পণবন্দিদের ফেরাতে পারেনি ইজরায়েল। মাঝে একবার ক দিনের যুদ্ধবিরতিতে কয়েকজন পণবন্দিকে হামাসদের হেফাজত থেকে ছাড়াতে পারলেও, এবার দেহ উদ্ধার হয়েছে।

ধৈর্য হারিয়ে পণবন্দিদের ফেরাতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বড় বিক্ষোভ দেখালেন পরিবারের সদস্য, বন্ধু, মানবাধিকার সংগঠনের কর্মীরা।

দেখুন ভিডিয়ো